ঢাকার কাছাকাছি ভালো রিসোর্ট খুঁজতে খুঁজতে কি আপনি হয়রান হয়ে গেছেন? উত্তর যদি ‘হ্যাঁ’ হয়, তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। সম্মানিত পাঠক, আজকের লেখায় আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি ঢাকার খুব কাছাকাছি, মাত্র ৫ থেকে ২০ কিলোমিটারের মধ্যে অবস্থিত সেরা ৫টি রিসোর্টের তথ্য। এখানে আপনি পরিবার, বন্ধু, বা অফিসের বার্ষিক প্রোগ্রামের জন্য যেতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক –

১) ছায়াবীথি রিসোর্ট

ঢাকা গাবতলী বা আমিনবাজার ব্রিজ পাড় হয়ে একটু সমানেই আমিনবাজার এর দূরত্ব আমাদের সকলেরই জানা। বলা চলে ঢাকা থেকে আমিনবাজারের দূরত্ব হাটার পথ। একদিনের ট্যুর কিংবা রাত্রিযাপনের জন্য এটি হতে পারে ঢাকা থেকে কম দূরত্বের মধ্যে একটি আদর্শ রিসোর্ট। থাকার খরচ এবং খাবারের দামও তুলনামূলক বাজেট ফ্রেন্ডলি। কটেজ, ভিলা, চমৎকার পরিবেরের সাথে রয়েছে সুইমিংপুল। আপনি চাইলে ঢাকা থেকে লোকাল পরিবহণ কিংবা প্রাইভেট কার বা গ্রুপের জন্য ট্যুরিস্ট বাস ভাড়া করে সহজেই ঢাকা খুব কাছের এই রিসোর্টটিতে যেতে পারেন।

২) ফোর্টিস ডাউনটাউন রিসোর্ট

ঢাকার কাছে সেরা রিসোর্টের তালিকায় দ্বিতীয় যে রিসোর্টটি রয়েছে সেটি হচ্ছে ফোর্টিস ডাউনটাউন রিসোর্ট। ঢাকা মিরপুর থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরত্বের এই রিসোর্টটি বেরাইড, ফকিরখালী রোডে অবস্থিত। পরিবার নিয়ে, বন্ধুদের ট্যুরের জন্য, কিংবা অফিসের বার্ষিক প্রোগ্রামের জন্য এই রিসোর্টটি হতে পারে একটি দারুন পছন্দ। কটেজ, ভিলা, সুইমিং পুল, লাইভ মিউজিক, খেলার মাঠসহ সকল প্রকার সুস্থ বিনোদনের সুব্যবস্থা রয়েছে এখানে। নিজস্ব কিংবা রেন্ট-এ-কার থেকে গাড়িভাড়া করে কিংবা লোকাল পরিবহনে করেও আপনি খুব সহজেই ফোর্টিস ডাউনটাউন রিসোর্টটিতে যেতে পারেন। আপনি চাইলে সকালের নাস্তা, কিংবা সারা দিন ঘোরাফেরা করা অথবা রাত্রিযাপনের জন্য ফোর্টিস ডাউনটাউন রিসোর্ট থেকে আপনার সুবিধামতো প্যাকেজ নিতে পারেন।

৩) শ্যামল বাংলা রিসোর্ট

ঢাকা থেকে মাত্র ২০ কিলোমিটার দূরত্বে অবস্থিত শ্যামল বাংলা রিসোর্টটি আমাদের অনেকের কাছেই পরিচিত। অনেকে হয়তো ইতিমধ্যে বেড়াতেও গিয়েছেন। কিন্তু যারা এখনও যাননি অথবা পরিবারের সাথে একান্ত সময় কাটাতে, বন্ধুদের নিয়ে মজা করতে, কিংবা অফিসের বার্ষিক প্রোগ্রামের জন্য শ্যামল বাংলা রিসোর্টটি হতে পারে চমৎকার একটি স্থান। শ্যামল বাংলা রিসোর্টটি ঢাকা বিভাগের কেরানীগঞ্জ জেলায় অবস্থিত। আপনি চাইলে ডেলং কিংবা রাত্রিযাপনের জন্য এখানে যেতে পারেন। সুইমিংপুল, ভিলা, কটেজসহ খেলার মাঠ, রেস্তোরা সবকিছুর ব্যবস্থা রয়েছে এখানে। ঢাকা থেকে লোকাল বা কিংবা প্রাইভেট কার অথবা গ্রুপ গেলে ট্যুরিস্ট বাস ভাড়া করে মাত্র এক থেকে দেড় ঘন্টার মধ্যে আপনি শ্যামল বাংলা রিসোর্টটিতে পৌঁছে যেতে পারেন।

৪) সি ক্লাব রিসোর্ট ও কনভেনশন হল

আপনি যদি ঢাকার খুব কাছে এমন একটি রিসোর্ট খোঁজ করেন যেখানে একই সাথে সুবিশাল এরিয়া, বিশাল সুইমিংপুল, কনভেনশন হল, কটেজ, ভিলা, খাবার, খেলার মাঠ পেয়ে যাবেন। তাহলে সিক্লাব রিসোর্ট ও কনভেনশন হল হতে পারে দারুন একটি পছন্দ। তবে আপনার বাজেট একটু বেশি হতে হবে, যেহেতু প্রিমিয়াম কোয়ালটি সার্ভিস দেওয়া হয়ে থাকে। ঢাকা থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে আর বসুন্ধরা, উত্তরা, কিংবা ৩০০ ফিট এলাকা থেকে দূরত্ব আর অনেক কম। ২-৩ জন হলে প্রাইভেট কার, গ্রুপ হলে নোয়া অথবা হাইয়েস মাইক্রোবা এবং আরো বড় গ্রুপ হলে কোস্টার বাস নিয়ে ঢাকার যে কোন প্রান্ত থেকে আপনি সিক্লাব রিসোর্টে যেতে পারেন।

৫) হেরিটেজ রিসোর্ট

শেষ তবে যে আকর্ষণীয় নয় বা মান ভালো না এমন কিন্তু না। বাংলাদেশে সেরা রিসোর্টের তালিকা করতে গেলে হেরিটেজ রিসোর্টের নাম তালিকায় প্রথম সারিতেই থাকবে। আপনার বাজেট যদি একটু বেশি থাকে এবং ঢাকার কাছে একটি ভালো মানের রিসোর্ট খুঁজে থাকেন তাহলে ১৫০ বিঘা এরিয়া নিয়ে গঠিত হেরিটেজ রিসোর্টটি আপনার জন্য। ঢাকা সিলেট মহাসড়কের পাশে এই রিসোর্টটিতে দিনে ঘোরাফেরা কিংবা রাতে থাকার ব্যবস্থা আছে। পরিবার, প্রিয়জন, বন্ধু, অফিস কলিগ যে কেউকে নিয়ে যেতে পারেন হেরিটেজ রিসোর্টে। স্পা, জিম, খেলার মাঠ, সুইমিং পুল, কনভেনশন হল, কালচারাল হল, রেস্টুরেন্ট, আধুনিক কটেজসহ সবকিছুর ব্যাবস্থা রয়েছে এখানে।

সর্বশেষ

সম্মানিত পাঠক, ঢাকার কাছাকাছি ঘুরতে বা বিশ্রাম নিতে এই রিসোর্টগুলো হতে পারে দারুণ পছন্দ। পরিবার, বন্ধু বা অফিসের সহকর্মীদের নিয়ে একদিনের আনন্দময় ভ্রমণের জন্য এগুলো একেবারেই উপযুক্ত। সময় বের করুন, প্রিয়জনদের নিয়ে চলে যান আপনার পছন্দের রিসোর্টে, আর উপভোগ করুন প্রশান্তিময় মুহূর্ত। আপনার ভ্রমনের জন্য গাড়ি, মাইক্রো কিংবা ট্যুরিস্ট বাস ভাড়া নিতে যোগাযোগ করতে পারেন গাড়িবাজ ডট কম এর সাথে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top